Posts

Shimul Ahmed Prantho - শিমুল আহমেদ প্রান্ত

Image
  বাংলাদেশের তরুনদের মাঝে বিপুল জনপ্রিয় একটি নাম শিমুল আহমেদ প্রান্ত । গত শুক্রবার তিনি নিটস্টিরকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন । এসময় তাকে বেশ খোশ মেজাজে দেখা যায় ।আমাদের নিজস্ব প্রতিনিধি তার সাক্ষাৎকার নেন। এসময় তিনি আমাদের প্রতিনিধিকে দেখে সালাম দিয়ে হাত বাড়িয়ে দেন।  - ব্যক্তিজীবনে কাকে অনুসরন করেন? - অনুসরন করি অনেককেই তবে সবচেয়ে বেশি অনুসরন করি আমার মা কে । তবে ইদানিং আরো অনেককেই অনুসরন শুরু করেছি।  - ইদানিং আপনার কোন নতুন গান দেখা যাচ্ছে না । আপনি তো সচরাচর আপনার শ্রোতাদের থেকে এত লম্বা বিরতি নেন না । নতুন কোন গান আমরা কবে নাগাদ উপহার পেতে পারি? -(একটু হেসে) আসলে নতুন গান লেখার জন্যই এই লম্বা অবসর নেওয়া । আমার বেশিরভাগ গানই অনেক পুরনো। এগুলো অনেক আগে লেখা হলেও সুর দিতে শুরু করেছি অনেক পরে। একসময় অনেক গান লিখে খাতা ভরে রাখতাম ।আজকাল আর সহজে গান বের হতে চায় না (আবারো হাসলেন)। তাই আমার সমর্থকদের ভালো কিছু দিতে চাই যেনো তারা আমার উপর নিরাশ না হয়ে পরে। তাদের ভালবাসাই আমাকে নিয়ে এসেছে এতদুর। - আপনার কাছ থেকে আমরা রোমান্টিক গানই বেশি পেয়ে থাকি নতুন ধরনের কোন গান কি আমরা ...

Shimul Ahmed Prantho - শিমুল আহমেদ প্রান্ত

Image
  শিমুল আহমেদ প্রান্ত একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও অভিনেতা । তিনি ২০০৪ খ্রিস্টাব্দের ১৮ই ফেব্রুয়ারী মাদারিপুরে জন্মগ্রহন করেন। তার ভিন্নধাচের গানের জন্য তিনি সমাধিক খ্যাত। তার পিতার নাম কামাল আহমেদ ও মাতার নাম প্রভাতি আক্তার । ২০১৯ খ্রিস্টাব্দে  আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে তিনি SSC পাশ করেন । বর্তমানে তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে দ্বিতীয় বর্ষের  ছাত্র। তিনি একাধিক সঙ্গীত প্রতিযোগীতায় প্রথমস্থান অধিকার করেছেন। তার রোমান্টিক ও ট্রাজেডিক গানগুলোর অনুরাগীর সংখ্যা কম নয় ।  বিখ্যত কিছু গান রয়েছে যেগুলো তরুন শ্রোতাদের কাছে অতি পছন্দের।অল্প কিছু বাদ্যযন্ত্র আর অদম্য ইচ্ছা নিয়ে তিনি সংগীত শুরু করেন । তিনি বহুমুখি প্রতিভার অধিকারি একজন গুনি শিল্পী । তিনি শখের বশে বাল্যকাল থেকেই কাব্ব্য চর্চায় মননিবেশ করেন। শখের গিটার-বাদক থেকে তরুনদের মনের শিল্পী এই পথ কখনো সহজ ছিলো না। তবে তিনি তার গানের মাধ্যমে শ্রোতাদের মন জয় করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ।  Watch Movie free........