Shimul Ahmed Prantho - শিমুল আহমেদ প্রান্ত

 

Shimul Ahmed Prantho

শিমুল আহমেদ প্রান্ত একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও অভিনেতা । তিনি ২০০৪ খ্রিস্টাব্দের ১৮ই ফেব্রুয়ারী মাদারিপুরে জন্মগ্রহন করেন। তার ভিন্নধাচের গানের জন্য তিনি সমাধিক খ্যাত। তার পিতার নাম কামাল আহমেদ ও মাতার নাম প্রভাতি আক্তার । ২০১৯ খ্রিস্টাব্দে  আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে তিনি SSC পাশ করেন । বর্তমানে তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে দ্বিতীয় বর্ষের  ছাত্র। তিনি একাধিক সঙ্গীত প্রতিযোগীতায় প্রথমস্থান অধিকার করেছেন। তার রোমান্টিক ও ট্রাজেডিক গানগুলোর অনুরাগীর সংখ্যা কম নয় ।  বিখ্যত কিছু গান রয়েছে যেগুলো তরুন শ্রোতাদের কাছে অতি পছন্দের।অল্প কিছু বাদ্যযন্ত্র আর অদম্য ইচ্ছা নিয়ে তিনি সংগীত শুরু করেন । তিনি বহুমুখি প্রতিভার অধিকারি একজন গুনি শিল্পী । তিনি শখের বশে বাল্যকাল থেকেই কাব্ব্য চর্চায় মননিবেশ করেন। শখের গিটার-বাদক থেকে তরুনদের মনের শিল্পী এই পথ কখনো সহজ ছিলো না। তবে তিনি তার গানের মাধ্যমে শ্রোতাদের মন জয় করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ । 





Comments

  1. https://nitstir.blogspot.com/2022/04/shimul-ahmed-prantho.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Shimul Ahmed Prantho - শিমুল আহমেদ প্রান্ত