Shimul Ahmed Prantho - শিমুল আহমেদ প্রান্ত

Shimul Ahmed Prantho

 

বাংলাদেশের তরুনদের মাঝে বিপুল জনপ্রিয় একটি নাম শিমুল আহমেদ প্রান্ত । গত শুক্রবার তিনি নিটস্টিরকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন । এসময় তাকে বেশ খোশ মেজাজে দেখা যায় ।আমাদের নিজস্ব প্রতিনিধি তার সাক্ষাৎকার নেন। এসময় তিনি আমাদের প্রতিনিধিকে দেখে সালাম দিয়ে হাত বাড়িয়ে দেন। 

- ব্যক্তিজীবনে কাকে অনুসরন করেন?
- অনুসরন করি অনেককেই তবে সবচেয়ে বেশি অনুসরন করি আমার মা কে । তবে ইদানিং আরো অনেককেই অনুসরন শুরু করেছি। 
- ইদানিং আপনার কোন নতুন গান দেখা যাচ্ছে না । আপনি তো সচরাচর আপনার শ্রোতাদের থেকে এত লম্বা বিরতি নেন না । নতুন কোন গান আমরা কবে নাগাদ উপহার পেতে পারি?
-(একটু হেসে) আসলে নতুন গান লেখার জন্যই এই লম্বা অবসর নেওয়া । আমার বেশিরভাগ গানই অনেক পুরনো। এগুলো অনেক আগে লেখা হলেও সুর দিতে শুরু করেছি অনেক পরে। একসময় অনেক গান লিখে খাতা ভরে রাখতাম ।আজকাল আর সহজে গান বের হতে চায় না (আবারো হাসলেন)। তাই আমার সমর্থকদের ভালো কিছু দিতে চাই যেনো তারা আমার উপর নিরাশ না হয়ে পরে। তাদের ভালবাসাই আমাকে নিয়ে এসেছে এতদুর।
- আপনার কাছ থেকে আমরা রোমান্টিক গানই বেশি পেয়ে থাকি নতুন ধরনের কোন গান কি আমরা পেতে যাচ্ছি।
- চেস্টা করে যাচ্ছি নতুন কিছু উপহার দেওয়ার । তবে আমার এই অবসর আপাতত খুব আনন্দ নিয়ে উপভোগ করছি। আপাতত কিছু বলতে চাচ্ছি না । আসা করি পারবো।
- নিজেকে ১০এ কত দিতে চান?
- নিজেকে দেখি অনেকেই ০ দেয় তবে আমি ১০ এ ১০ দিতে চাই। কারন আমি যেরকম মানুষ আমার পক্ষে নিজেকে আর ছাপিয়ে যাওয়া সম্ভব নয়। তবে হ্যা, আমি অন্য কেউ হলে নিজেকে ১০এ  ০ দিতাম। কারন নিজেকে কোন মতে গুছিয়ে নিতে পারছি না । 
- সঙ্গীতের নতুন বিদ্যাথীদের কি উপদেশ দিতে চান?
- উপদেশ দেয়ার মত শিল্পীর কাছাকাছি আমি এখনো পৌছাইনি। তবে বলতে চাই ভিত না নিয়ে হুট করে নেমে পরাটা নিতান্ত বোকামি । বাংলাদেশে  শিল্পের কদর আছে তবে শিল্পীর কদর খুব কম । তাই নামিদামি শিল্পী ছাড়া কেউ বেশিদিন মার্কেটে টিকে থাকতে পারে না। কালের গরভে হারিয়ে যায় ভালো ভালো কাজ গুলো। টিকে থাকে কাচা বাদাম (হাহা)।

গতকাল একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো নানারকম কথায় মেতে ওঠেন আমাদের সাথে। মূলত গিটারে গান কভার করে তিনি তার ভক্তদের মাঝে পরিচিত হয়ে ওঠেন।  গানের প্রতি টানের ফলে গান কভার করতেন তিনি আর এতেই মানুষের দৃষ্টি আকর্ষন করতে তিনি সমর্থ হন। তবে নিজেকে কটাক্ষ করতে তিনি পিছপা হন নি । এই বেপার নিয়ে নিজেকে কটাক্ষ করেছেন তিনি ।  





Comments

Popular posts from this blog

Shimul Ahmed Prantho - শিমুল আহমেদ প্রান্ত